ন্যাভিগেশন মেনু

ভৈরবে মসলা কারখানায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩


মসলায় ভেজাল করার অপরাধে কিশোরগঞ্জের ভৈরব শহরের লঞ্চঘাট এলাকায় মেঘনা মসলা মিলে অভিযান চালিয়ে মালিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় শহরের লঞ্চঘাট এলাকায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প কামান্ডার রাফিউদ্দিন মোহাম্মদ যুবায়ের এবং সহকারী পরিচালক বেলায়েত হোসেনের নেতৃত্বে র‍্যাবের একটি অভিযানিক দল মেঘনা মসলা মিলে অভিযান চালায়।

র‍্যাব জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসময় প্রায় ৫০ বস্তার বেশি ভেজাল মরিচ, হলুদ, ধনিয়া জব্দ করাসহ উদ্ধার করা হয় ক্ষতিকর বিভিন্ন প্রকার রং। এছাড়া হলুদে নষ্ট চাউলের গুঁড়া বা অ্যাংকর ডালের গুঁড়া মেশানো হয়। বাসন্তী কালার আর ধনিয়ার সঙ্গে চাউলের গুঁড়ার সঙ্গে কয়লার গুঁড়া করে রং করে বানানো হয় এক নং মসলা। আর এসব মসলা পাঠানো হয় বৃহত্তর সিলেট ও হাওরে। রং মেশানো এসব মসলা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছে র‍্যাব।’

র‍্যাব কমান্ডার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, ‘ভেজালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানে আটককৃত মেঘনা মসলা মিলের মালিক আবুল হাসেম ও তার দুই সহযোগীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে ভৈরব থানায় হস্তান্তর করা হবে।’ 

এর আগে একই অপরাধে আবুল হাসেমকে আরও দুইবার আটক করা হয়। কিন্তু তখন তিনি বিরাট অঙ্কের জরিমানা দিয়ে ছাড়া পান। আর বার বার একই অপরাধে লিপ্ত হচ্ছেন আর তাই এইবার কঠোর শাস্তির আওতায় আনা হবে তাকে।

ওয়াই এ/ এডিবি