ন্যাভিগেশন মেনু

মধ্য-পশ্চিম চীনে বিভিন্ন শিল্পের সম্প্রসারণ


বর্তমানে আরো বেশি চীনা তরুণ প্রজন্ম দেশের মধ্য-পশ্চিমাঞ্চলকে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের নতুন গন্তব্য হিসেবে দেখছে। কারণ গত দশ বছরে চীনের ৩৩৮টি শহরের  নতুন নিবন্ধিত প্রতিষ্ঠানের সূচকের পরিসংখ্যান অনুযায়ী, সেখানে ঐতিহ্যবাহী উত্পাদন শিল্প এবং কৌশলগত নতুন শিল্প খাতে প্রতিষ্ঠানের সংখ্যা চার গুণ বেড়েছে।

গত দশ বছরে চীনে সরঞ্জাম উত্পাদন, নতুন জ্বালানীসহ বিভিন্ন কৌশলগত নতুন শিল্প ধাপে ধাপে চীনের পূর্বাঞ্চলের সমুদ্রতীরবর্তী এলাকা থেকে অন্তর্দেশীয় শহরে সম্প্রসারিত হয়েছে। সে সঙ্গে মধ্য-পশ্চিমাঞ্চলে নতুন শিল্প গোষ্ঠীও গড়ে উঠেছে। 

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সি ছুয়ান প্রদেশের সুই নিং শহর দশ বছর আগে বস্ত্রবয়ন শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তবে, গত দশ বছরে সুই নিং শহরে অনেক গাড়ি ও নতুন জ্বালানীসহ বিভিন্ন নতুন শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এখন সুই নিং শহরে প্রতিদিন দু’শ’টি গাড়ি তৈরি হয়। এসব গাড়ি ইয়াংসি নদীর অর্থনৈতিক এলাকার বিভিন্ন প্রদেশে বিক্রি হয়।

দক্ষিণ-পশ্চিম চীনের কুই ইয়াং শহরে আগে তেমন সড়ক ছিল না। সেখানকার অর্থনৈতিক উন্নয়ন এই কারণে অনেক পিছিয়ে ছিল। ২০১৩ সাল থেকে শহরে নির্মিত বিগ ডেটা শিল্পকে কেন্দ্র করে ইলেকট্রনিক তথ্য উত্পাদন শিল্প, আধুনিক সরঞ্জাম উত্পাদন শিল্প, নতুন জ্বালানী-চালিত গাড়ি শিল্প উন্নত হয়েছে। নতুন শিল্প উন্নয়নের কারণে আরও বেশি দক্ষ মানব সম্পদ এ শহরে আসতে আগ্রহী হয়েছে। 

মধ্যাঞ্চলীয় চেং চৌ শহরের জনসংখ্যা বৃদ্ধির হার সারা চীনে পঞ্চম স্থানে রয়েছে। পশ্চিমাঞ্চলীয় সি আন শহরের স্থায়ী বাসিন্দার সংখ্যা গত দশ বছরে ৪০ লাখ বেড়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুই ইয়াং-এ গত দশ বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৬ লাখ। (সূত্র: সিএমজি)