ন্যাভিগেশন মেনু

মিরপুরে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে আরও ২ জনের মৃত্যু


রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে দগ্ধ আরও দুইজন সুমন (৪০) ও শফিক (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩ জন হলো। এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ জন।

এর আগে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় রিনা আক্তার নামে একজন মারা যান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ২টায় আধঘণ্টার ব্যবধানে হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়।

শুক্রবার সকাল সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন সংবাদমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৭ জন আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে ৪ জনকে আইসিসিতে ভর্তি করা হয়েছিল। গভীর রাতে আইসিইউর ১১ নম্বর বেডে সুমন ও ১৫ নম্বর বেডে শফিক মারা যান। শফিকের শরীরের ৮৫ শতাংশ এবং সুমনের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে বৃহস্পতিবার আইসিইউর ১৪ নম্বর বেডে রিনা আক্তার নামে একজন মারা যান। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। 

বর্তমানে শিশুসহ ৩ জন ফিমেল এইচডিইউতে ও ১ জন আইসিইউতে ভর্তি আছেন বলেও জানান ডা. এসএম আইউব হোসেন। 

এর আগে বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাতে মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হন। দগ্ধরা হলেন- নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রওশন-আরা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)। 

এডিবি/