ন্যাভিগেশন মেনু

মেট্রোরেলের ৪৮ কর্মীর করোনা সনাক্ত


গত একসপ্তাহে মেট্রোরেলের অন্তত ৪৮ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত এই প্রকল্পের মোট ৫১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। প্রকল্পে ৭ হাজার কর্মী কাজ করছে। যার মধ্যে ছয় হাজার বাংলাদেশি। বাকি এক হাজার বিদেশি কর্মী।

করোনার চলমান পরিস্থিতিতে প্রথম পর্যায়ে গাবতলী কনস্ট্রাকশন ইয়ার্ডে ১০ শয্যার ও উত্তরার পঞ্চবটি কনস্ট্রাকশন ইয়ার্ডে ১৩টি শয্যার আরেকটি ফিল্ড হাসপাতাল চালু করা হয়েছে। প্রয়োজনে এই দুটি হাসপাতালে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, গত সপ্তাহে আমাদের ৪৮ জনের করোনা হয়েছে। গত বছর এভাবে আক্রান্ত হয়নি। আমাদের নিজেস্ব ২৪ বেডের হাসপাতাল আছে। দরকার হলে তা আরও বাড়াতে হবে। 

তবে কর্মীদের আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকল্পের কাজের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি।

এডিবি/