ন্যাভিগেশন মেনু

যশোরে গুলিযুদ্ধে অস্ত্র মামলার আসামি নিহত


যশোর জেলার মণিরামপুরে পুলিশের এক অভিযানের সময় গুলিযুদ্ধে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নুরুল হক ওরফে কেরু নামের এক ডাকাত নিহত হয়।

নিহত নুরুল হক কেরু উপজেলার ভোজগাতি গ্রামের মৃত মাজেদ গাজী বক্সের ছেলে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বেগারিতলায় এ গুলিযুদ্ধ হয়।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছে মণিরামপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম।

এসআই শাহিনুর ইসলাম জানান, নুরুল হক একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ১০টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেশবপুর উপজেলার চিংড়াখালি এলাকায় ইজিবাইক ছিনতাইকালে নুরুল হককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। ওই দিনই কেশবপুর থানার একটি টিম নুরুল হক কেরুকে নিয়ে তার সহযোগীদের ধরতে অভিযানে চালায়। আর এ সময় পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে মারা যায় কেরু।

মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

ওয়াই এ/এডিবি

সম্পর্কিত বিষয়: