ন্যাভিগেশন মেনু

ঘোড়াঘাটে যৌতুকের না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক


দিনাজপুরের ঘোড়াঘাটে যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা হত্যার অভিযোগে স্বামী আতিয়ার রহমানকে (২৪) আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ মার্চ) ভোরে তাকে আটক করা হয়।

এর আগে রবিবার দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার শীধল গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আতিয়ার রহমান ঘোড়াঘাট উপজেলার শীধল গ্রামের শাহাদুল ইসলামের ছেলে। নিহত স্ত্রী আদুরী বেগম পার্শ্ববর্তী গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ এলাকার শহিদুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায়, যৌতুকের কারণে পারিবারিক কলহ লেগেই থাকতো। রবিবার দিবাগত রাতে আতিয়ার রহমান তার স্ত্রী আদুরী বেগমকে মারপিট করে হত্যা করেন। হত্যার পর আতিয়ার পালানোর চেষ্টা করেন। এ সময় পার্শ্ববর্তী এক ব্যক্তি মারপিটের ঘটনা দেখে ৯৯৯-এ কল করে সহায়তা চান। ৯৯৯ থেকে কল পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযান চালিয়ে রাতেই ঘাতক স্বামীকে আটক করে।

নিহত গৃহবধূ আদুরীর বাবা শহিদুল ইসলাম জানান, প্রায় ৪ বছর আগে আতিয়ারের সঙ্গে বিয়ে হয়েছিল তার মেয়ে আদুরী বেগমের। যৌতুকসহ নানা কারণে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই নির্যাতন করত তার মেয়েকে। তবে সংসার টিকিয়ে রাখার জন্য তারা কখনও মুখ খুলতেন না।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত আদুরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন।

এস এ /এডিবি