ন্যাভিগেশন মেনু

রাজবাড়ীতে ম্যারাথন দৌড়ে প্রথম হলেন ক্রিকেটার আমিন


মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ীতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতায় প্রথম হলেন ক্রিকেটার আমিন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহীদ খুশি রেলওয়ে ময়দানে প্রথম ১০জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রতিযোগিতায় অংশগ্রণকারী হিসেবে প্রায় দুই হাজার জন নিবন্ধন করে।

প্রতিযোগিতায় মো. আমিন মণ্ডল (১ম), মো. তাসিন খান (২য়), মো. জেসান সরদার (৩য়), রেদোয়ান শাহরিয়ার (৪র্থ), মহিরউল্লাহ স্বাধীন (৫ম), ইউনুস ব্যাপারী (৬ষ্ঠ), উজ্জল ঢালি (৭ম), মাহমুদ হাসান (৮ম), মো. রাব্বি মণ্ডল (৯ম) ও ইমন (১০ম) স্থান অধিকার করে।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার আহমেদ সালেহীন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফ, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসি আক্তার বন্যা,  রাজবাড়ী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতায় রাজবাড়ী সদর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় ছিল রাজবাড়ী জেলা প্রশাসন।

কে আর আই/ এস এ/এডিবি