ন্যাভিগেশন মেনু

র‍‍্যাবের ঈদ উপহার পেলেন আত্মসমর্পণ করা ৭৭ জলদস্যু


চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়ার উপকূলীয় এলাকার ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে আত্মসমর্পণ করা ৭৭ জলদস্যুকে ঈদ উপহার দিয়েছে র‌্যাব। 

জলদস্যুদের বর্তমান জীবন যাপনের ওপর বিশেষ মত বিনিময় সভা মঙ্গলবার (২ এপ্রিল) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেনের পক্ষ থেকে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতরের উপহার সামগ্রী এসব জলদস্যুদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-৭ পতেঙ্গা চট্টগ্রাম এর অধিনায়ক কর্নেল মো. মাহবুব আলম, র‍্যাব-৭ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার নুরুল আবছার, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ প্রমুখ।

আত্মসমর্পণকারী আবদুল হাকিম (বাইশ্যা) বলেন, ‘সরকারকে অসংখ্য ধন্যবাদ। ৩০ বছর পর শান্তিতে ঘুমাতে পারছি। এজন্য শুকরিয়া। র‍্যাব-এর পক্ষ থেকে উপহার পেয়ে আমরা খুশি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল খালেক পাটোয়ারী বলেন, ‘আপনারা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন তার জন্য র‍্যাবের পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে সব সহযোগিতা করা হবে। আপনাদের সন্তানদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে।’

র‍্যাব-৭ এর অধিনায়ক মাহবুব আলম বলেন, ‘যারা আলোর পথে ফিরে এসেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতা করা হচ্ছে। র‍্যাব এর পক্ষ থেকে তাদেরকে তদারকি করা হয়। তাদের কাছে বার্তা দিতে চাই যারা সুস্থ জীবনে ফিরে এসেছে তাদের পাশে সবসময় থাকবো। তাদের ছোট ছোট মামলাগুলো প্রত্যাহারের জন্য তালিকা পাঠিয়েছি। আহ্বান জানাচ্ছি, যেন পূর্বের জীবনে ফিরে না যায়।