ন্যাভিগেশন মেনু

সাভারে নির্মাণাধীন ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার


সাভারের আনন্দপুরে নির্মাণাধীন ভবন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (৩২)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার দৌলতপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ আনন্দপুর এলাকার গেদু কমিশনারের বাড়িতে ভাড়া থাকতেন।

গত সোমবার (১২ অক্টোবর) সাভারের ব্যাংক কলোনি এলাকায় বিউটি আক্তারে সাথে আনোয়ারের বিয়ে হয়৷

নিহতের স্ত্রী বিউটি জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজের পরে আনন্দপুর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুত্রে জানা যায়, সন্ধ্যায় আনোয়ার তার ভাড়া বাসা গেদু মিয়ার বাড়ির পাশে আখের রস পান করে। পরে অজ্ঞাত কয়েকজনের সঙ্গে তিনি চলে যায়। এরপরে আনন্দপুর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে জানায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদ সংবাদমাধ্যমকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ওয়াই এ/এডিবি/