সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় গত বুধবার দুপুরে হাসপাতালের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সিলেট কোতোয়ালি মডেল থানায় এই জিডি করেন।
হাসপাতালের পক্ষ থেকে তিনি এই জিডি করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, সিলেট জবস নামের একটি গ্রুপ থেকে বেলাল খান রাজ নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট দিয়ে বলেন, সিলেট সদর হাসপাতালে টিকেট কাউন্টারে টিকেট ম্যান পদে দুজন মেয়ে নিয়োগ দেওয়া হবে। বেতন ১৭ হাজার টাকা। ওই পোস্টে একটি মোবাইল নাম্বর ও দেওয়া হয়েছে। মূলত সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল সিলেটের সদর হাসপাতাল নামে পরিচিত জিডিতে উল্লেখ করা হয়,নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বিষয় কর্তৃপক্ষ কোনোভাবে জড়িত নেই। এই ধরনের পোস্টে হাসপাতালে সুনাম ক্ষণ্ন হচ্ছে। এ ব্যাপারে ওই মোবাইল ফোনে গত বুধবার ও বৃহস্পতিবার একাধিক বার যোগাযোগ করা হলো কোন ভাবে সাড়া পাওয়া যায় নি। সিলেট জবস নামের পেইজে ও গ্রুপের এডমিন পরিচয় বিপ্লব মিয়া নামের এক ব্যক্তি জানান, তিনি এই পোষ্টের ব্যাপের অবগত নন। এ ব্যাপারে কথা বলতে তিনি ওই গ্রুপের উদ্যোক্তা আয়ান মুমিনুল হক নামের এক ব্যাক্তির সাথে যোগাযোগের পরমর্শ দেন।
মুমিনুল হক এর সাথে যোগাযোগ করা হলো তিনি বলেন, সিলেট জবস নামের গ্রুপটি পাবলিক করা হয়েছে। গ্রুপ থেকে আগেই সতর্ক করা থাকে নিয়োগের নামে কোনো টাকা পয়সা লেনদেন যাতে না করা হয়। গ্রুপের কেউ প্রতারণার জন্য পোস্ট দিয়ে থাকলে দায় পোষ্টকারী উপরে বর্তাবে