ন্যাভিগেশন মেনু

১৫ লাখ ১ নম্বর ভিসা পেলেন মুক্তিযোদ্ধা শফিউল


রাজধানী ঢাকার বসুন্ধরা-বারিধারা যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে মঙ্গলবার তিন মুক্তিযোদ্ধাকে পাঁচ বছরের মাল্টিপল ভিসা দিয়েছে ভারত।

বছরের শেষ দিন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ তাদের হাতে এ ভিসা তুলে দেন।

 রীভা গাঙ্গুলি দাশ এসময়   বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধন অকৃত্রিম । বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান রয়েছে। তাই ভারত সবসময় মুক্তিযোদ্ধাদের সম্মান করেন, তাদের অগ্রাধিকার দেয়।

এদিন ১৫ লাখ ১ নম্বর ভিসা পান মুক্তিযোদ্ধা ড. শফিউল ইসলাম, ১৫ লাখ ২ নম্বর ভিসা পান মুক্তিযোদ্ধা ড. নূর মোহাম্মদ মল্লিক ও ১৫ লাখ ৩ নম্বর ভিসা পান মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান।

ভিসা পাওয়ার প্রতিক্রিয়ায় মুক্তিযোদ্ধা ড. নূর মোহাম্মদ মল্লিক বলেন, ভারত মুক্তিযোদ্ধাদের যে সম্মান দেখিয়েছে, তাতে আমরা গর্বিত।

মাল্টিপল ভিসা পাওয়ায় আমাদের আর বারবার ভিসা নেওয়ার জন্য আসতে হবে না। আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ।

সিবি / এস এস