ন্যাভিগেশন মেনু

প্রবাসে অপরাধ, বাংলাদেশে ফিরে শ্রীঘরে ঠাঁই ৮৩ প্রবাসীর


প্রবাস জীবনে অপরাধ করে পার পাওয়া গেল না। বিদেশফেরত ৮৩ বাংলাদেশি গ্রেপ্তার করে পাঠানো হলো কারাগারে। দুই দেশ থেকে ফেরত পাঠানো হয় ৮৩ জন প্রবাসী বাংলাদেশিকে।

অপরাধের দায়ে বিদেশ থেকে ফেরত আসার কোভিড-১৯ এর কারণে নিয়ম মেনে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন রাখা হয়। এরপর তাদের গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে প্রবাস জীবনে অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিদেশফেরতদের মধ্যে ৮১ জন ভিয়েতনাম এবং ২ জন কাতার থেকে এসেছে।

আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে তাদের রাজধানীর তুরাগ থানায় নেওয়া পর আদালতে পাঠানো হয়। তুরাগ থানার ওসি নুরুল মুক্তাকিন জানান, ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে বিদেশফেরত ৮৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বলা হয়- তারা ওই দুই দেশে অবস্থানকালে এরা অপরাধ করেছে। ভিয়েতনাম থেকে তাদের অপরাধের বিষয়টি জানানো হয়েছিল। সে কারণে ৮১ জনকে সন্দেহভাজন আসামি হিসেবে (৫৪ ধারায়) গ্রেপ্তার দেখানো হয়। ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল বলেন, গ্রেফতার ৮৩ জনের মধ্যে ৮১ জনই ভিয়েতনাম থেকে কাতার ফেরত।

বাকি দুজন কাতারের। নানা অপরাধে অভিযুক্ত হয়ে তারা সেখানে জেল খেটেছে। পরে তাদের বাংলাদেশে পাঠানো হয়। গত ১৮ আগস্ট ভিয়েতনাম থেকে ১০৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়।

করোনার জন্যে তাদের উত্তরা দিয়াবাড়ী ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়। ৩১ আগস্ট কোয়ারেন্টিন শেষ হয় তাদের। ভিয়েতনামে প্রবাসী বাংলাদেশিদের অপরাধ বিষয়ে অভিযোগ দেয়। সে অনুযায়ী আজ ১০৬ জনের মধ্যে অভিযুক্ত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়।

সিবি/এডিবি/এস এস