NAVIGATION MENU

লাইফস্টাইল

হানিমুন এলো কীভাবে

হানিমুন এলো কীভাবে

অক্সফোর্ড অভিধান অনুযায়ী হানিমুনের অর্থ হলো– বিয়ের প্রথম মাস। শোনা যায় হানিমুনের উদ্ভাবক নাকি জার্মানরা। তবে হানিমুনের বর্তমান অর্থ হচ্ছে– বাড়িতে বসতি স্থাপনের আগে, সদ্যবিবাহিত দম্পতির একসঙ্গে ছুটি কাটানো।আবার শোনা যায়, ‘হানিমুন’ শব্দের উৎস ব্যাবিলনে। প্রাচীন ব্যাবিলনে বিয়ের পর মেয়ের বাবা জামাতাকে নাকি মধু দিয়ে তৈরি মদ উপহার দিতেন। এই থেকেই কথাটি এসেছে ‘হানি। ‘ব্যাবিলনের ক্যালেন্ডার ছিল চান্দ্র। সেখান থেকে এসেছে মুন। শুরুতে নাকি ব্যাবিলনে বিয়ের পরের মাসকে হানি মান্থ বলা হতো। সেখান থেকে শব্দটি পরিবর্তিত হতে হতে শেষে হানিমুন...

৯ ডিসেম্বর, ২০১৯