ন্যাভিগেশন মেনু

‘জুম অ্যাপে ১৫৫০ ক্লাস গ্রহণ এক অনন্য দৃষ্টান্ত’


জুম অ্যাপে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ১৫৫০টি ক্লাস গ্রহণ এক অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল কনফারেন্সে তিনি এ কথা বলেন।

ভার্চুয়াল এই কনফারেন্সে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ও বগুড়া জেলার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাহাদৎ আলম ঝুনু।

কনফারেন্সে প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন বলেন, হতাশা নয়, তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে হবে। ছাত্র-ছাত্রীদের কল্যাণে নিয়োজিত পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকগণ অনলাইনে ১৫৫০টি ক্লাস গ্রহণ করে অন্যদেরকে অনুপ্রাণিত করেছেন। সমগ্র দেশের শিক্ষা ও পাঠদানের ক্ষেত্রে এটি একটি মহৎ ও অনুকরনীয় দৃষ্টান্ত হতে পারে। শিক্ষকদের নিরলস এই প্রচেষ্টার জন্য আমি তাঁদেরকে আন্তরিক অভিনন্দন জানাই।

এ সময় সভায় পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শাহজাহান আলী, বগুড়া, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ, উপ-পরিদর্শক (স্কুল), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মনজুরুল হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রোগ্রামার ফরমান আলী, জেলা শিক্ষা অফিসার মো. হযরত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল।

এস এ/এডিবি