ন্যাভিগেশন মেনু

অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার টিকা ঢাকায় পৌঁছেছে


কোভ্যাক্সের আওতায় জাপান থেকে ঢাকায় পৌঁছেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ করোনা টিকা।

শনিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ক্যাথেপ্যাসিফিক এয়ারওয়েজের একটি প্লেন টিকা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

টিকার এই চালানটি গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

টিকার চালান গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোভ্যাক্স সুবিধার আওতায় জাপানের কাছ থেকে প্রথম চালান হিসেবে এই টিকা পেলো বাংলাদেশ। দেশবাসীর জন্য টিকার অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বাণিজ্যিকভাবে ক্রয়ের পাশাপাশি কোভ্যাক্সের আওতায় বিভিন্ন উৎস থেকে আরও কোভিড-১৯ ভ্যাকসিনের সুব্যবস্থা করেছে।’

এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ‘জাপান কয়েক ধাপে ২.৯ মিলিয়ন ডোজের বেশি আ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাঠাবে।’

গত ১৩ জুলাই এক ট্যুইটে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা দেওয়ার কথা জানিয়েছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। তিনি ট্যুইটে লিখেছেন, বাংলাদেশে শিগগিরই জাপান অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা পাঠাচ্ছে। কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের পাশে আছে জাপান।

এমআইআর/এডিবি/