ন্যাভিগেশন মেনু

আইসিসির ওয়ানডের বোলার র‍্যাংকিয়ে ২ নম্বরে মিরাজ


শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিংয়ে আইসিসির ওয়ানডের বোলার র‍্যাংকিয়ে দুই নম্বর পজিশনে উঠে এসেছেন টাইগার অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।

দুই ম্যাচে চার ও তিনটি করে মোট ৭টি উইকেট তুলে নিয়ে আইসিসি'র সদ্য প্রকাশিত ওয়ানডে ক্রিকেটে বোলারদের র্যাংকিংয়ের দুই নম্বরে উঠে এসেছেন মিরাজ।

র্যাংকিংয়ের দুই নম্বরে উঠে আসা মিরাজের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭২৫। এক নম্বরে থাকা কিউই পেসার ট্রেন্ট বোল্টের রেটিং ৭৩৭। এ সিরিজ শুরুর আগে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে পাঁচ নম্বর পজিশনে ছিলেন মিরাজ।

এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বল করে বোলারদের তালিকায় সেরা দশের ঢুকে পড়েছেন মোস্তাফিজুর রহমান। আইসিসির ওয়ানডের বোলার র্যাংকিংয়ে নয় নাম্বার পজিশনে উঠে এসেছেন কাটারমাস্টার। মোস্তাফিজুর রহমানের রেটিং পয়েন্ট ৬৫২।

অপরদিকে সিরিজের প্রথম ম্যাচে ৮৪ ও দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের ইনিংস খেলে চার ধাপ উন্নতি করে ওয়ানডের ব্যাটিং র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা ১৪ নম্বর স্থানে উঠে এসেছেন বাংলাদেশের রান মেশিন মুশফিকুর রহিম। তার রেটিং পয়েন্ট ৭৩৯।

এমআইআর/এডিবি/