ন্যাভিগেশন মেনু

আটঘরিয়ায় হাটবাজারে খাজনা আদায়ের অনিয়ম!


পাবনার আটঘরিয়া উপজেলা বিভিন্ন হাটবাজারে খাজনা উত্তোলন নিয়ে নানাবিধ অনিয়মের অভিযোগ তুলেছেন ক্রেতা ও পাইকারি বিক্রেতারা। এই করোনাকালে অতিরিক্ত খাজনা ও ভাড়া দিয়ে ব্যবসা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।

রশিদ ছাড়াই একেক জনের কাছ থেকে একেক রকম খাজনা নিচ্ছে ইজাদাররা। সরকারি নিয়ম না থাকলেও একই হাটবাজারে সাব-ইজারা দিয়েছেন ইজাদাররা।

সরজমিনে ঘুরে দেখা গেছে, সরকারি নির্ধারিত খাজনা থেকে কয়েকগুন বেশি টাকা তোলা হচ্ছে খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছ থেকে। চাহিদা মতো খাজনা না দিলে অপমান অপদস্ত হতে হচ্ছে। পুরো বাজারে খাজনা আদায়ের কোনো তালিকা নেই।

বাজারের মাছ বিক্রেতা আব্দুল বারী জানান, তিনি নিজের চটে বসেই মাছ বিক্রি করেন। বেচাকেনা শুরুতেই ইজাদারদের লোকজন ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত খাজনা নেয়। সে নিয়মিত খাজনা দিচ্ছন। আজ পর্যন্ত কোনো খাজনার রশিদ পানিনি তিনি।

অপর মাছ ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, সরকারি নিয়ম থাকলেও আমাদের কাছ থেকে একই রেটে খাজনা নেওয়া থাকলেও একেক জন একেক রকম খাজনা আদায় করেন। কিন্তু খারাপ ব্যবহার ছাড়া আমরা আর কিছু পাই না। আমরা বহুবার মৌখিকভাবে আবেদন করেও এর কোনো প্রতিকার পাইনি।

ব্যবসায়ী আরমান হোসেন বলেন, এ সকল হাটে খাজনা আদায়ের কোনো নিয়ম নেই। ব্যবসায়ীদের কোনো সুরক্ষার কোনো নিয়ম নেই। রোদ-বৃষ্টি ও খোলা আকাশের নিচে কর্দমাক্ত মাটিতে বসে ব্যবসা করতে হয়। কিন্তু খাজনার কোনো মাফ নেই।

পাইকারি বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, তারা যা চায়, আমরা তা দিতে বাধ্য। না দিলে গলাধাক্কা দেয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভূক্তভোগীরা।

সিবি/এডিবি