ন্যাভিগেশন মেনু

আশুলিয়া প্রেসক্লাবে ককটেল হামলার প্রতিবাদে মানববন্ধন


আশুলিয়া প্রেসক্লাবে ককটেল হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা সড়কের পাশে অবস্থিত আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় মানবন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা ককটেল হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে রবিবার রাত ৮টা নাগাদ আশুলিয়া প্রেসক্লাব চত্বরে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ হয়।

ঘটনার সময় উপস্থিত আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের প্রতিনিধি মোজাফ্ফর হোসেন জয় দৈনিক বাংলাদেশ পোস্টকে বলেন, ”রবিবার রাত ৮ টা ১০ মিনিটে প্রথম একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিক প্রেসক্লাবের ভিতরে ছিলেন। পরে বিস্ফোরণের শব্দ শুনে সাংবাদিকরা বাহিরে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন, ঠিক সেই মূহুর্তে প্রেসক্লাব চত্বরে থাকা সময় টিভি প্রতিনিধি জয়ের প্রাইভেট কারের নিচে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে এ সময় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।”

প্রেসক্লাব চত্বরে ককটেল বিস্ফোরণ সম্পর্কে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জিয়াউর রহমান বলেন, ”ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি বিষ্ফোরিত ককটেলের বাকি অংশ ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এদিকে পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ সোমবার সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, কিছুদিন আগে আশুলিয়ায় মাদক ব্যবসা নিয়ে একটি সংবাদ প্রকাশ হয় সময় টেলিভিশনে। এরপর মানিক নামে স্থানীয় এক মাদক ব্যবসায়ী প্রকাশ্যে প্রেসক্লাবে এসে সময় টিভির প্রতিনিধি মোজাফ্ফর হোসেন জয়কে হত্যার হুমকি দিয়েছিল। সর্বশেষ গতকাল প্রেসক্লাবে ককটেল হামলা চালানো হয়।

স্থানীয়রা ধারনা করছেন, মাদক সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের জের ধরেই এই হামলা চালানো হতে পারে।

এন এম/ ওয়াই এ/এডিবি