ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে পিস্তল-গুলিসহ দুই যুবক আটক


পাবনার ঈশ্বরদীর সলিমপুরে অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার তাদের আটক করা হয়। আটককৃতদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক দুই যুবক হলেন - উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে শিশির আলী (২২) ও একই গ্রামের মতিয়ার আলীর ছেলে মারুফ ইসলাম (১৯)।

র‌্যাব জানায়, উপজেলার সলিমপুরে মানিকনগর গ্রামে দীর্ঘদিন থেকে অস্ত্র দেখিয়ে শিশির-রফিকুল সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো। তারা মানিকনগর গ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টার দিকে পাবনা-১২ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় দুই যুবকের শরীর তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, শিশির আলী ও রফিকুল ইসলাম এলাকার চিহ্নিত সন্ত্রাসী। দীর্ঘদিন থেকে তারা অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী ও অপরাধমূলক কার্যকলাপ করে আসছিলো। আটক শিশির ও রফিকুলের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের পর দুজনকে ঈশ্বরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিবি/এডিবি