ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে জসিম মন্ডলের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত


শ্রদ্ধা, ভালবাসা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে উপমহাদেশের প্রখ্যাত শ্রমিকনেতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় উপদেষ্টা সদস্য প্রয়াত জসিম উদ্দিন মন্ডলের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) পাবনার ঈশ্বরদী নাগরিক কমিটি এ উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, এক মিনিট নিরবতা পালন ও দোয়াসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

জসিম মন্ডলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধির সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ফজলুর রহমান ফান্টু, ঈশ্বরদী নাগরিক কমিটির সদস্য সচিব মোস্তাক আহমেদ কিরণ, সিপিবি পাবনা জেলা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, জাসদ পাবনা জেলা কমিটির সভাপতি রশিদুল আলম বাবু প্রমুখ।

এ সময় অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন - মুক্তিযোদ্ধা মঞ্জু চৌধুরী, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুুদু, সেলিম সরদার, হাসানুজ্জামান, কাজী রকিব উদ্দিন, ওয়াহেদুজ্জামান টিপু প্রমুখ। এছাড়া পারিবারিকভাবে জসিম উদ্দিন মন্ডল স্বরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ২ অক্টোবর জসিম উদ্দিন মন্ডল রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ঈশ্বরদী শহরের পশ্চিমটেংরী বাবুপাড়ায় বসবাস করতেন।

এমআইআর/ এডিবি