ন্যাভিগেশন মেনু

এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ


বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।  দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ২০২০ সালের আজকের দিনে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সংগীতাঙ্গনে তার শূন্যতা কখনো পূরণ হবে না।

এন্ড্রু কিশোরের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে তার জন্মস্থান রাজশাহীতে মঙ্গলবার দিনব্যাপী অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করবেন তার স্ত্রী মিসেস ডা. লিপিকা এন্ড্রু। এছাড়া আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে খুবই সংক্ষিপ্ত পরিসরে দেশের আধুনিক ও চলচ্চিত্র জগতের কালজয়ী গানের জাদুকরের প্রয়াণ দিবসে স্মরণ সভা করবে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।

এন্ড্রু কিশোরের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারাদেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘ওগো বিদেশিনী’সহ পাঁচ হাজারের বেশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি হয়েছেন প্লেব্যাক সম্রাট। পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

১৯৫৫ সালের ৪ই নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন শিল্পী এন্ড্রু কিশোর।

রাজশাহীতে জন্ম নেয়া কিশোর সেখানেই বেড়ে ওঠেন। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা এন্ড্রু কিশোর শেষ জীবনে ফিরে যান জন্মস্থান রাজশাহীতে। ২০২০ সালের ৬ই জুলাই পার্থিব পৃথিবীকে বিদায় জানান সেরাদের সেরা শিল্পী এন্ড্রু কিশোর।

ওআ/