ন্যাভিগেশন মেনু

করোনার নতুন ভ্যারিয়েন্ট 'ল্যামডা'


ভারতের ডেলটা প্লাসের পর করোনার আরও একটি নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) জানায়, দক্ষিণ আমেরিকার একাধিক দেশ ছাড়াও বিশ্বের মোট ২৯টি দেশে নতুন ভ্যারিয়েন্ট 'ল্যামডা'র খোঁজ মিলেছে।

এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় পেরুতে। পরে সেখান থেকেই বাকি দেশে তা ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

গত এপ্রিল থেকে পেরুতে ৮১ শতাংশ করোনা সংক্রমিত এই ল্যামডা ভ্যারিয়েন্টে। এছাড়া, গত ৬০ দিনে চিলিতে ল্যামডা ভ্যারিয়েন্টেস্ট্রেনে আক্রান্তের হার ৩২ শতাংশ। 

অন্যদিকে ব্রাজিলে গামা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি সংক্রামক হয়ে গেছে ল্যামডা। এছাড়া আর্জেন্টিনা, ইকুয়েডোরেও এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, নয়া এই ভ্যারিয়েন্ট বেশ সংক্রামক এবং অ্যান্টিবডিকে দুর্বল করে দিতে পারে। তবে শংক্রমণের আশঙ্কা থাকলেও নয়া ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত নয় ডব্লিওএইচও।

এডিবি/