ন্যাভিগেশন মেনু

করোনায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মৃত্যু


করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ কে এম রফিক আহাম্মদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১০ এপ্রিল) ভোর ৪টা ১৪ মিনিটে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালের এসপি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ড. মো. এমদাদুল হক।

এর আগে ২৩ মার্চ তার করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে। পরে ২৭ মার্চ তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থায় অবনতি হলে ৮ এপ্রিল দিবাগত রাতে লাইফসাপোর্টে নেওয়া হয়। পরে তিনি আজ ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

প‌রি‌বেশ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগদান করেন রফিক আহাম্মদ।

এস এ/এডিবি/