ন্যাভিগেশন মেনু

করোনায় মৃত্যু ৩-এর ঘরেই


গত এক সপ্তাহ যাবত বাংলাদেশে কোভিড-১৯-এ দিনে মৃত্যুর হার থাকছে ৩-এর ঘরে। গত কয়েকদিন ধরেই মৃত্যুর হার ছিল দিনে ৩৫, ৩৭, ৩৯। এ পর্যন্ত বাংলাদেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪৭১ জনে।

এদিকে বুধবার থেকে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানাতে অনলাইন স্বাস্থ্য বুলেটিন আর প্রচার হচ্ছে না। তবে করোনাভাইরাস সম্পর্কিত সমস্ত তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হবে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, অনলাইন স্বাস্থ্য বুলেটিন  না হলেও যথারীতি প্রেস রিলিজ পাঠিয়ে দেওয়া হবে। এতে তথ্য প্রবাহে কোনো অসুবিধা হবে। তথ্য নিয়মিতভাবেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হবে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে।

 বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ।

এস এস