ন্যাভিগেশন মেনু

করোনা প্রতিরোধে ফ্রান্সের ৯ শহরে কারফিউ


ইউরোপের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। এতে মহামারি করোনাভাইরাসের প্রতিদিনের সংক্রমণ রেকর্ড পর্যায়ে চলে যাওয়ার কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসসহ নয় শহরে রাতে কারফিউ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার (১৫ অক্টোবর) টিভিতে এক সাক্ষাৎকারে ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, কারফিউ চলবে অন্তত চার সপ্তাহ। শনিবার থেকে মানুষজনকে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরে থাকতে হবে।

তিনি আরও জানান, ‘ কারফিউয়ের আওতায় জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া যাবে। কেউ কারফিউ ভঙ্গ করলে তাকে ১৩৫ ইউরো জরিমানা দিতে হবে।’ 

প্রধানমন্ত্রী ম্যাক্রন জানান, ‘ আমরা করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর তাই এর বিস্তার ঠেকাতে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। কারফিউর ফলে জনগণ রেস্তোরা ও পারিবারিক জনসমাবেশ এড়িয়ে চলবেন।’ 

শুধু ফ্রান্সেই নয়, ইউরোপের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে যাওয়ার ফলে আবারও কঠোর বিধি-নিষেধ জারি করতে বাধ্য হয়েছে বিভিন্ন দেশের প্রশাসন।

ওয়াই এ/এডিবি