ন্যাভিগেশন মেনু

কানাডায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ বাংলাদেশির মৃত্যু


কানাডার ম্যানিটোবা শহরে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্য গাড়ির চালক।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - আদিত্য নোমান, আরানুর আসাদ চৌধুরী ও রসুল বাঁধন। তাদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) স্থানীয় ইউনিটের বরাত দিয়ে ম্যানিটোবা ইসলামিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে হাইওয়েতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষবর্ষের তিনজন শিক্ষার্থী মারা যান।

ম্যানিটোবা ইসলামিক অ্যাসোসিয়েশন আরও জানান, আর্মস্ট্রংয়ের রুরাল মিউসিপালিটির বাসিন্দা ৫৩ বছর বয়সী এক নারী উল্টোমুখী গাড়িতে ছিলেন। সংঘর্ষে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে উইনিপেগের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত তিন জন শিক্ষার্থী ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছ্বটা দেখে ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন। কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য ব্যাপক পরিচিত ছিলেন।

ওয়াই এ/এডিবি