ন্যাভিগেশন মেনু

কানাডিয়ান ব্যবসায়ীদের বঙ্গবন্ধু শিল্প জোনে বিনিয়োগের তাগিদ দেন চিটাগাং চেম্বার


বাংলাদেশে নিযুক্ত কানাডা হাই কমিশনের কাউন্সেলর ও সিনিয়র ট্রেড কমিশনার ডেব্রা বয়েস সাথে দি চট্টগ্রামে অবস্থিত দেশের বৃহত্তম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল-বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে কানাডিয়ান ব্যবসায়ীদের তাগিদ জানান চিটাগাং চেম্বার সভাপতি।

দি চিটাগাং অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ওমর হাজ্জাজের সাথে সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় হাই কমিশনের ট্রেড কমিশনার কামাল উদ্দিন ও চেম্বার সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চল বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। ফুড প্রসেসিং, মেশিনারীজ, আইসিটি, শিপবিল্ডিং এবং অবকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। 

তিনি চট্টগ্রামের ভৌগোলিক সুবিধা ও বাংলাদেশ সরকার কর্তৃক বিনিয়োগের প্রদত্ত বিভিন্ন সুবিধা ব্যবহার করে চট্টগ্রামে অবস্থিত দেশের বৃহত্তম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল-বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে কানাডিয়ান ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান। 

কাউন্সেলর ও সিনিয়র ট্রেড কমিশনার ডেব্রা বয়েস বলেন, বাংলাদেশের তৈরীপোশাকের অন্যতম গন্তব্য হচ্ছে কানাডা। তৈরীপোশাক ছাড়াও অন্যান্য পণ্যের রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে কানাডায়। এ সুযোগগুলোকে কিভাবে কাজে লাগানো যায় তার জন্য চিটাগাং চেম্বার ও ট্রেড ফ্যাসিলেটেশন অফিস (টিএফওসি) একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 

এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদার করতে কানাডিয়ান হাই কমিশন চিটাগাং চেম্বারের সাথে যৌথভাবে উদ্যোগ গ্রহণ করার উপর গুরুত্বারোপ করেন। দ্বিপাক্ষিক সহযোগিতা ও তথ্য আদান প্রদানের মাধ্যমে কৃষিসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় সে লক্ষ্যে গবেষণা ও ওয়ার্কশপ কনসালটেশন এবং দক্ষতা বৃদ্ধিতে উভয়দেশের কাজ করার সুযোগ রয়েছে।