ন্যাভিগেশন মেনু

কিশোরগঞ্জে ৬১৬ গৃহহীন পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহার


মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কিশোরগঞ্জ জেলায় ৬১৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হবে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এক প্রেস ব্রিফিংয়ে জানান, অতীব দরিদ্র বাছাইকৃত গৃহহীনদের মাঝে এসব ঘর বন্টন করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের হাতে কবুলিয়ত দলিল, নামজারী, গৃহপ্রদান সনদ, ডিসিআর কপিসহ চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিশোরগঞ্জ জেলায় ১৩টি উপজেলায় মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য কিশোরগঞ্জ সদর উপজেলায় ১০টি, হোসেনপুর উপজেলায় ২৯টি, কটিয়াদী উপজেলায় ৫৯টি, পাকুন্দিয়া উপজেলায় ৫১টি, করিমগঞ্জ উপজেলায় ৩১টি, তাড়াইল উপজেলায় ৫০টি, ইটনা উপজেলায় ১৯৯টি, মিঠামইন উপজেলায় ৯টি, অষ্টগ্রাম উপজেলায় ৩৭টি, বাজিতপুর উপজেলায় ৪৯টি, নিকলী উপজেলায় ২৪টি, কুলিয়ারচর উপজেলায় ২৯টি, ভৈরব উপজেলায় ৩৯টি ঘর হস্তান্তর করা হবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-প্রেস সচিব কে.এম শাখাওয়াত মুন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসএপি/ ওয়াই এ/এডিবি