ন্যাভিগেশন মেনু

কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইনের উপর অবৈধ ভাসমান বাজার উচ্ছেদ


চট্টগ্রাম রেলওয়ে জেলার লাকসাম রেলওয়ে থানার আওতাধীন কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের উত্তর পাশে বাজার রেলগেইট এলাকায় রেললাইনের উপর বিভিন্ন সময়ে অবৈধ ভাসমান বাজার বসে। নিরাপত্তার জন্য এসব ঝুঁকিপূর্ণ হওয়ায় লাকসাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ বিষয়টি নাঙ্গলকোট উপজেলা নিবার্হী কর্মকর্তা ও  স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করা হয়।

মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী  কর্মকর্তা নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি),  লাকসাম রেলওয়ে থানাসহ ১টি টিম রেললাইনের উপর ভাসমান বাজার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, লাকসাম রেলওয়ে থানা এবং নাঙ্গলকোট থানার অফিসার ও ফোর্স।
 উচ্ছেদ অভিযানের সময় রেললাইনের উপর অবৈধভাবে মাছ, সবজি সহ বিভিন্ন ধরনের কাঁচামাল এবং অন্যান্য মালামাল বিক্রি করার অপরাধে প্রত্যেককে ২ হাজার টাকা করে ৬ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সভাপতিত্বে  জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা করা হয়। 
 
রেললাইনের উপর অবৈধভাবে দোকান ও ভাসমান বাজার ঝুঁকিপূর্ণ বিধায় রেললাইনের উপর দোকান না করা, ভাসমান বাজার না বসানো এবং রেললাইন পারাপারের সময় সতর্ক হওয়ার জন্য রেলওয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হয়।