ন্যাভিগেশন মেনু

কুষ্টিয়া হাসপাতালে করোনায় আরও ১০ জনের মৃত্যু


কুষ্টিয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে সাতজন এবং করোনার লক্ষণ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুন) বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বধায়ক ডা. এম এ মোমেন গণমাধ্যমকর্মীদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৫০ বেডের করোনা ডেডিকেটেড এই হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শুক্রবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৩ জনে। এরমধ্যে করোনা আক্রান্ত ১৯০ জন এবং করোনা উপসর্গ নিয়ে আরও ৫৩ জন রোগী চিকিৎসাধীন আছেন।

এদিকে জুন মাস জুড়ে কুষ্টিয়া জেলায় করোনা ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। গেল জুন মাসে কুষ্টিয়া জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭২ জনের। যেখানে জেলায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৮ হাজার ১৮৭ জন।

আর জুন মাসের ৩০ দিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৯৯ জন। যেখানে জেলায় করোনা আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২১৮ জন।

রোগীর চাপ সামাল দিতে গিয়ে গেল জুন মাসের ২৫ তারিখ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। 

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, 'জুন মাসে জেলায় করোনা পরিস্থিতি যে ভয়ংকর হবে এটা আমরা ধারণা করেছিলাম। তবে এতো বেশি তাণ্ডব চালাবে সেটা আমাদের ভাবনার বাইরে ছিল।'

সামাজিক দুরত্ব রক্ষা না করার পাশাপাশি মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে জেলায় এখন করোনার কমিউনিটি ট্রেনজেকশন দেখা দিয়েছে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আমাদের সামনে এ থেকে বের হয়ে আসার আর কোন পথ নেই বলে তিনি মন্তব্য করেন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৪২টি নমুনা পরীক্ষা করে ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ০৫ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮ হাজার ১৮৭ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬১৬ জন। মৃত্যু হয়েছে ২১৮ জনের।

নতুন শনাক্ত হওয়া ১৩৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় সর্বাধিক ৬১ জন, দৌলতপুর উপজেলায় ২৭ জন, কুমারখালী উপজেলায় ১৩ জন, ভেড়ামারা উপজেলায় ১৬ জন, মিরপুর উপজেলায় ১৩ জন ও খোকসা উপজেলায় ৭ জন।

এখন পর্যন্ত জেলায় ৬৩ হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৬১ হাজার ১৫৬ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।

বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৩৫৩ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২০৪ জন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ১৪৯ জন।

আইওয়াই/এডিবি/