ন্যাভিগেশন মেনু

কোম্পানীগঞ্জে নিজ ঘর থেকে বিদেশফেরত ব্যক্তির মরদেহ উদ্ধার


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে মকবুল আহম্মদ (৫০) নামের এক বিদেশফেরত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের চর বালুয়ায় এলাকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত মকবুল আহম্মদ ওই এলাকার মৃত হাজী ফকির আহম্মদের ছেলে। তিনি দুই বছর আগে বিদেশ থেকে দেশে ফিরে নিজ বাড়িতে থেকে চাষাবাদ করতেন। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, 'শনিবার দুপুরে তারা খবর পেয়ে ওই ব্যক্তির বসত ঘরে খাটের উপর থেকে মরদেহটি উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বিধায় ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

নিহতের ছেলে শাহজাহান জানান, 'ফুফাতো বোনের বিয়ে উপলক্ষে গত বুধবার থেকে তারা সবাই বিয়ে বাড়িত ছিলো। তার বাবা বাড়িতে একাই ছিলেন। শনিবার দুপুরে স্থানীয়রা তার সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।'

তিনি জানান, 'স্থানীয় কিছু লোকজনের সাথে জায়গাজমি নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ আছে। গত কয়েকদিন আগেও তাদের সাথে প্রতিপক্ষের মারামারি হয়। ওই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।' 

ডিএ/এডিবি