ন্যাভিগেশন মেনু

ক্যাসিনো থেকে আটক ১৪২ জনের জেল

শাসকদল আওয়ামী লীগের  ছাত্রফ্রন্ট ছাত্রলীগের পর দলের যুবফ্রন্ট যুবলীগের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু হলো।

গতরাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার নিয়ন্ত্রিত ক্যাসিনো থেকে আটক ১৪২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে রাজধানীর ফকিরাপুলের ইয়ং মেন্স ক্লাব থেকে আটকের পর তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।অভিযানের সময় ওই ক্লাব থেকে বিপুল পরিমাণ ইয়াবা, মদের বোতল ও বিয়ার উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুনঃ

শেখ কামাল ক্লাব কাপে খেলবে কলকাতার মোহনবাগান

এবার ‘হালাল নাইটক্লাব’ সৌদি আরবে

আটককৃতরা জুয়া খেলার পাশাপাশি সেখানে মদ্যপানও করছিল। যদিও ওই ক্লাবে মদ বিক্রির লাইসেন্স ছিল না, যাদের আটক করা হয়েছে তাদেরও মদ্যপানের লাইসেন্স ছিল না।

এছাড়া, ক্লাবটি থেকে জুয়া খেলার ২৪ লাখ টাকাও জব্দ করা হয় বলে জানান তিনি। অভিযানের নেতৃত্ব দেওয়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করার অভিযোগে ফকিরাপুলের ইয়ং মেন্স ক্লাবে অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক করা হয়।

তাদের মধ্যে ক্লাবের ছয় জন কর্মকর্তা-কর্মচারীসহ ৩১ জনকে এক বছর করে এবং বাকিদের ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই ক্লাবে মদ বিক্রির লাইসেন্স ছিল না, যাদের আটক করা হয়েছে তাদেরও মদ্যপানের লাইসেন্স ছিল না।  


এসএস