ন্যাভিগেশন মেনু

খালেদা জিয়ার মুক্তি চেয়ে মার্কিন কংগ্রেসে স্মারকলিপি দিলো বিএনপি


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে মার্কিন কংগ্রেসের সহযোগিতা চেয়ে স্মারকলিপি দিলো যুক্তরাষ্ট্র বিএনপি।

২২ ফেব্রুয়ারি শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠন বিক্ষোভ শেষে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পেলসির কাছে স্মারকলিপি দিয়েছে।

এ বিক্ষোভে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন নিউইয়র্ক  থেকে যাওয়া নেতা-কর্মীরা। নেতা-কর্মীদের সাথে ছিলেন  ডা. মীনা ফারাহ, ড. আবুল কাশেম এবং ড. শওকত আলীও।

বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত আলী বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়া, সাবেক যুগ্ম সম্পাদক জহীরুল ইসলাম, নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন নাসির, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আলহাজ আবু তাহের এবং সাধারণ সম্পাদক কাওসার আহমেদ।

এছাড়াও  ওয়াশিংটন বিএনপির আহবায়ক হাফিজ খান সোহায়েল, ভার্জিনিয়া বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহমমেদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শাহদাৎ হোসেন রাজু, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বিএনপি নেতা নজরুল ইসলাম রাজন, আলমগীর হোসেন মৃধা, সালেহ আহমমেদ মানিক, হুমায়ুন কবির, রাশিদা আহমেদ মুন, কামাল হোসেন, সুলতান আহমেদ, রইচ উদ্দিন, মিজানুর রহমান, জিয়াউল হক মিশন, মো: ইউসুফ মিয়া, মীর মিজান, আফরোজা খাতুন, ওসমান আলী, রাহেলা খাতুন ,আবুল কাসেম, মো: উল্লাহ, এনায়েত খান প্রমুখ বক্তব্য রাখেন।

সিবি / এস এস