ন্যাভিগেশন মেনু

গরম তেল ঢেলে দৃষ্টিপ্রতিবন্ধী স্বামীকে হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ড


নোয়াখালীর বেগমগঞ্জে গরম তেল ঢেলে দৃষ্টিপ্রতিবন্ধী স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড ও শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা জজ আদালতের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন। 

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৮ সালের ৩ মে দৃষ্টি প্রতিবন্ধী শহিদ উল্যাহর গায়ে গরম তেল ঢেলে দিয়ে পালিয়ে যায় স্ত্রী কুলসুম। পরে তার চিৎকারে আশপাশের লোকজন শহিদ উল্যাহকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ মে তিনি মারা যান। পরবর্তীতে এ ঘটনায় নিহতের ভগ্নিপতি সাহেব উল্যাহ মৃতের স্ত্রী বিবি কুলসুম, শ্বশুর আবুল হোসেন ও শাশুড়ি লিলি বেগমকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার মামলার প্রধান আসামী শহিদ উল্যাহর স্ত্রীকে মৃত্যুদণ্ড এবং শ্বশুর ও শাশুড়ির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। 

সিবি/এডিবি