ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামে পণ্যর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের ৩৩টি মামলা দেড় লক্ষ টাকা জরিমানা


চট্টগ্রামে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযানে ৩৩টি মামলায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রচেষ্টাকে কঠোর হস্তে দমনের লক্ষ্যে শনিবার সকাল থেকে মহানগর ও বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক একাধিক দোকানে অর্থদণ্ড ও জরিমানা আদায় করা হয়। 

মীরসরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান নেতৃত্বে ০৩টি মামলায় তিনজনকে অভিযুক্ত করে ৮০০০ টাকা , আনোয়ার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন নেতৃত্বে ০৫টি মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে ১০০০০ টাকা, সাতকানিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী নেতৃত্বে ০৫টি মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে ৩২০০০ টাকা, বাঁশখালী  উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটওয়ারী সিদ্দিকী নেতৃত্বে ০৩টি মামলায় তিনজনকে অভিযুক্ত করে ১৩০০০ টাকা, রাউজান উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রিদুয়ানুল ইসলাম নেতৃত্বে ০৯টি মামলায় নয়জনকে অভিযুক্ত করে ২৫০০০ টাকা, সীতাকুণ্ড  উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃত্বে ০৪টি মামলায় চারজনকে অভিযুক্ত করে ২৭০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও মহানগর এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম নেতৃত্বে তিনজনকে ৩টি মামলায় ২৫০০০ টাকা জরিমানা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন নেতৃত্বে  মেসার্স আব্দুল মাবুদ সওদাগর দোকানে ১০০০০ টাকা অর্থদণ্ডসহ সর্বমোট ৩৩টি মামলায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকিতে ও বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।