ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে অভিযানে নামল প্রশাসন


চট্টগ্রাম মহানগরে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নেমেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও জেলা প্রশাসন।

ভারত থেকে রপ্তানি বন্ধের ঘোষণায় দেশের বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। রান্নার অতিপ্রয়োজনীয় এ পণ্যটির দাম একদিনের ব্যবধানে বেড়েছে কয়েকগুন । একদিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ১০০-১২০ টাকা।

দেশের অন্যতম বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকায়। বৃহস্পতিবারে পণ্যটির দাম ছিল ১০০ থেকে ১১০ টাকা।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে নগরের পাহাড়তলি থানা এলাকায় এ অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

চট্টগ্রামের চৌমুহনীতে কর্ণফুলী মার্কেটে ফারুক ষ্টোর ও আলিফ ট্রেডার্স নামের ২টি দোকানে ৫০ হাজার টাকা এবং খাতুনগঞ্জে বরকত ভান্ডার, এ এইছ ট্রের্ডাস এবং এ.কে. ট্রেডার্স নামের ৩টি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পেঁয়াজের দাম কেনা দামের চেয়ে বেশি রাখায় মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় অভিযান নেতৃত্ব দরন ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, উপপরিচালক, নাসরিন আক্তার, সহকারী পরিচালক ও রানা দেব নাথ, সহকারী পরিচালক।