ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামে স্বর্ণ চুরির মামলায় ৫১ ভরি স্বর্ণসহ অস্ত্র উদ্ধার, আটক ৬


চট্টগ্রাম নগরে গত এক সপ্তাহে কয়েকটি জায়গায় সম্প্রতি ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। চুরির মামলায় পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, ৫২ ভরি স্বর্ণ ও অস্ত্র উদ্ধার। এরা মূলত বেশ কিছুদিন ধরে এসব এলাকায় কাগজ টোকাই, ছদ্মবেশ নিয়ে পথশিশুদের দিয়ে নজরদারিতে ব্যবহার করতো চোর চক্রটি। পরে সুযোগ বুঝে গ্রিল কেটে ও লক খোলার সরঞ্জাম ব্যবহার করে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি করা হয়। এর আগেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। গত শুক্রবার বিকেল ৩টার অভিযানে উদ্ধার হয়েছে দেশিয় আগ্নেয়াস্ত্র, ধারালো ছোরা ও তালা ভাঙার সরঞ্জাম।

শনিবার দুপুরে নগরের মোমিন রোডে নিজ কার্যালয়ে এসব তথ্য জানিয়ে প্রেস বিফ্রিং করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. মোস্তাফিজুর রহমান। 

গ্রেপ্তাররা হলেন- মো. আরিফ হোসেন, মো. শরীফ, মেহেদি হাসান রুবেল, মো. সাইদুল ইসলাম রিগ্যান, মো. হান্নান ও মো. রিয়াদ হোসেন।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি  রাত ৩টার দিকে চকবাজারের আমীরবাগ আবাসিক এলাকায় এসআর ভবনের একটি বাসায় এই চুরি হয়। পরে এই ঘটনায় চকবাজার থানায় মামলা হয়। গত শুক্রবার সদরঘাট থানায় ভিন্ন আরেকটি চুরির মামলায় ছয়জনকে গ্রেপ্তারের পর সেখানে এক আসামির স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ চকবাজার থানার এই চুরির ঘটনারও রহস্য উন্মোচনে দাবি করছে। 
 
এসব স্বর্ণ চুরির মামলায় অনুসন্ধানে গোপন খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার ওয়্যার মার্কেটে প্রবেশ মুখে পাকা রাস্তা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের কাছে ধরা পড়ে ৬ অভিযুক্ত। গ্রেফতারকৃত ৬ আসামির মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
 
তাদের থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি ধারালো ছোড়া, দুটি তালা কাটার যন্ত্র ও একটি রেঞ্জ। 
 এক আসামির তথ্যমতে, ডবলমুরিং থানার বারেক বিল্ডিং মোড় এলাকার কনকর্ড গ্রুপের খালি জায়গায় মাটির নিচে লুকানো ৫১ ভরি ১২ আনার বেশি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।  
 
এই চক্রের অন্য আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া বাকি স্বর্ণালংকার উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে। মহানগর ও জেলায় এদের কয়েকটি চক্র রয়েছে। চোরাই মাল ক্রেতাকেও গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার থেকেও একজনকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিএমপি অতিরিক্ত কমিশনার নোবেল চাকমা, সহকারী কমিশনার অতনু চক্রবর্তী, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান প্রমুখ।