ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামে ১৩৮টি কাড়ি কাইট্টা জব্দ করেছে বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগ


চট্টগ্রামে নগরে ১৩৮টি কাড়ি কাইট্টা জব্দ করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দল। অভিযানে দোকান পলাতক থাকায় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে নগরের কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় দুইটি দোকানে অভিযান চালিয়ে ১৩৮টি কাড়ি কাইট্টা জব্দ করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের কাছে খবর ছিল ওই এলাকায় এসব কাড়ি কাইট্টা কচ্ছপ বিক্রি করে একটি চক্র। এউ গোপন সংবাদের ভিত্তিতে আজ চট্টগ্রাম সদরের কোতোয়ালি থানার আওতাধীন স্টেশন রোড এলাকায় বিসমিল্লাহ ফিশ এন্ড বার্ডস সেন্টার এবং রেশমা অ্যাকুয়ারিয়াম এন্ড বার্ডস সেন্টার নামে দু'টি দোকানে অভিযান চালায়। এ সময় দুটি দোকান থেকে যত্রাক্রমে ১১০টি ও ২৮টি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর সিডিউল-১ ভুক্ত হিসেবে ১৩৮ টি কাড়ি কাইট্টা (Indian Roofed Turtle) জব্দ করে বিভাগীয় সদর দপ্তরে স্থানান্তর করা হয়। এসব কাড়ি কাইট্টা কচ্ছপগুলো অবৈধভাবে সংগ্রহ ও রক্ষণের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে যেকোনো প্রজাতির কচ্ছপ ধরা, মারা ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। উদ্ধারকৃত কাড়ি কাইট্টা কচ্ছপ সমূহ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, কক্সবাজারে স্থানান্তর করা হবে।