ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামে ৩১তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু বৃহস্পতিবার, ৫ম আইটি ফেয়ার হবে শনিবার


চট্টগ্রাম নগরের টাইগারপাসে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ৩১তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। পাশাপাশি তিনদিনব্যাপী আইটি ফেয়ার অনুষ্ঠিত হবে ১৭-১৯ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বাণিজ্য মেলার বিস্তারিত তুলে ধরেন চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ।

 আগামী ১৭-১৯ ফেব্রুয়ারতিতে চট্টগ্রামে ৫ম  আইটি ফেয়ার অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। মেলায় দর্শনার্থীদের প্রবেশ ফ্রি। এতে দেশী-বিদেশী প্রতিষ্ঠানসহ ৬০টির মত স্টল অংশগ্রহণ করবেন৷ উক্ত আইটি ফেয়ারে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, চট্টগ্রাম শহরে অনেক জায়গায় খেলার মাঠ বেদখল হয়ে গেছে। চেম্বার প্রতিবছর দাবি জানিয়ে আসছে আন্তর্জাতিক মানের এক্সপো সেন্টার নির্মাণের জন্য। জঙ্গল সলিমপুরসহ কয়েকটি জায়গায় এক্সপো সেন্টার করার প্রস্তাবনা রয়েছে। এটা খুবই জরুরি। মেলার পর খেলার মাঠ পরিষ্কার করে যেভাবে পেয়েছিলাম সেভাবে দিয়ে আসি।