ন্যাভিগেশন মেনু

চট্টগ্রাম বিমানবন্দরে গুঁড়া করে সোনা এনে যাত্রী আটক


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে আধাকেজি স্বর্ণ গুঁড়ো করে ট্যাপ দিয়ে মুড়িয়ে সুকৌশলে ব্যাগেজের ভেতরে লুকিয়ে আনা স্বর্ণ জব্দ করা হয়েছে ।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এনএসআই টিম রুখে দিল এ চোরাচালান।

রোববার (১৭ মার্চ) সকালে অভিযান চালিয়ে এ সোনা জব্দ করা হয়। অভিযুক্ত যাত্রীর নাম মোহাম্মদ নেজাম উদ্দিন। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা।
বিমানবন্দর সূত্র জানায়, অভিযুক্ত নেজাম রোববার ভোর ৬টা ৪০ মিনিটের দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটযোগে চট্টগ্রাম পৌঁছান।

এসময় তার ব্যাগ তল্লাশিকালে তার ব্যাগে ২৩৫ গ্রাম ওজনের সোনার গুঁড়া (২৪ ক্যারেট), ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং একটি ১১৬ দশমিক ৫ গ্রাম ওজনের সোনার বার পাওয়া যায়।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্ত যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।