ন্যাভিগেশন মেনু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে জাপানের নারা উইম্যানস্ ইউনিভার্সিটির প্রতিনিধি মতবিনিময়


জাপানের নারা উইম্যানস্ ইউনিভার্সিটির নারা ন্যাশনাল ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন এন্ড রিসার্চ এর এ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট, নারা উইম্যানস্ ইউনিভার্সিটি শাখার পরিচালক এবং নারা ইন্টারন্যাশনাল স্ট্র্যাটিজি সেন্টারের প্রফেসর ড. তাকাসু ফুগু সাথে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার মতবিনিময় করেন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোঃ আকতার হোসেন, ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, প্রফেসর ড. খালেদ মিসবাহুজ্জামান, প্রফেসর ড. মোঃ দানেশ মিয়া, প্রফেসর ড. এ.এইচ.এম রায়হান সরকার, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাইন উদ্দিন ও উক্ত ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ড. তাকাসু ফুগুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবুজ ক্যাম্পাস ঘুরে দেখেন৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে জাপানের নারা উইম্যানস্ ইউনিভার্সিটির শিক্ষা বিনিময় কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জাপানের উক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে চলমান যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার জন্য ড. তাকাসু ফুগু সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

ড. তাকাসু ফুগু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুন্দর ক্যাম্পাস অবলোকন করে মুগ্ধ হন এবং এ বিশ্ববিদ্যালয়ের সাথে জাপানের নারা উইম্যানস্ ইউনিভার্সিটির শিক্ষা-গবেষণা বিনিময় কার্যক্রম অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।