ন্যাভিগেশন মেনু

চবিতে গবেষক ডরমিটরি নির্মান, পরিবহন দপ্তরের গাড়ীর শেড উদ্বোধন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব (ক্যাম্পাস) প্রাঙ্গণে চবি অতিথি ভবন সম্প্রসারণ ও গবেষক ডরমিটরি নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চবি পরিবহন দপ্তরের নব নির্মিত গাড়ীর শেড এর শুভ উদ্বোধন অনুষ্ঠান বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

চবি উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে বর্তমান প্রশাসন আন্তরিকতারসাথে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের কলেবর বৃদ্ধির প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাড়ীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলেও গাড়ীগুলো রাখার মতো পর্যাপ্ত নিরাপদ শেড অপ্রতুল।” 

দীর্ঘদিনের প্রত্যাশিত নব-নির্মিত এ শেড পরিবহনের চাহিদা পূরণে অনেকাংশে লাঘব হবে বলে আশা করেন চবি উপাচার্য। চবি অতিথি ভবন সম্প্রসারণ ও গবেষক ডরমিটরি নির্মান কাজের গুণগত মান নিশ্চিত করতে ও নির্মান কাজ তদারকির জন্য প্রধান প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন। অতিথি ভবন ও গবেষক ডরমিটরি নির্মিত হলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, অতিথিবৃন্দ ও কর্মকর্তাদের দীর্ঘদিনের চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে জানান তিনি।

ভিত্তি প্রস্তর স্থাপন ও পরিবহন শেড উদ্বোধনী অনুষ্ঠানে চবি শিক্ষকবৃন্দ, পরিবহন দপ্তরের প্রশাসক, প্রধান প্রকৌশলী, বিভিন্ন অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও চবি অতিথি ভবন সম্প্রসারণ ও গবেষক ডরমিটরি নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চবি ক্লাব (ক্যাম্পাস) কার্যনির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি এবং দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।