ন্যাভিগেশন মেনু

ঐতিহাসিক হাজীগঞ্জ বড় জামে মসজিদে ঈদুল আযহার ৩ জামাত


দেশে আগামী ১ আগস্ট পালিত হবে পবিত্র ঈদুল আজহা। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে দেশের কোনো ঈদগাহে ঈদের জামাত হবে না। এর পরিবর্তে বিশেষ ব্যবস্থায় মসজিদে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

তাই এবার চাঁদপুর জেলার সর্ববৃহৎ, প্রাচীন ও ঐতিহাসিক হাজীগঞ্জ বড় জামে মসজিদে বিশেষ ব্যবস্থায় ঈদুল আযহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। এতে নেওয়া হয়েছে ধর্মমন্ত্রণালয়ের নিদের্শিত বিশেষ ব্যবস্থাসমূহ।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় জামে মসজিদ ব্যবস্থাপনার ভারপ্রাপ্ত মোতোয়াল্লি প্রিন্স সাকিল আহমেদ বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টায় মুঠো ফোনে এ তথ্য জানান।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় জামে মসজিদ ব্যবস্থাপনা সূত্র মতে, ঈদুল আযহার নামাজ আদায়ে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়াও বিশেষ ট্রাফিক ব্যবস্থা, আইন-শৃংখলা রক্ষায় হাজীগঞ্জ পৌরসভা, থানা পুলিশ ও প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক থাকবে।

প্রথম ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে হবে সকাল ৬ টায়, দ্বিতীয়টি হবে সকাল ৮ টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে বেলা ১০ টায়।

চাঁদপুরের ঐতিহাসিক হাজীগঞ্জ বড় জামে মসজিদে বিশেষ ব্যবস্থা গ্রহণ সম্পর্কে মসজিদ ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত মোতোয়াল্লি প্রিন্স সাকিল আহমেদ বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশিত বর্তমান বৈশ্বিক করোনা সংকটের কারণে বিশেষ ব্যবস্থায় মুসল্লিদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।’

মসুল্লিগণ প্রথমেই বডি স্প্রে’র মাধ্যমে মসজিদের ভেতরে প্রবেশ করা, সাবান দিয়ে হাত ধৌত বা ওজু করে মসজিদে প্রবেশ করার ব্যবস্থা, সামাজিক দূরত্ব বজায় রেখে কাতারবন্দি হওয়া ও বাধ্যতামূলক মাক্স ব্যবহার করা।

মুসল্লিদের ওজুর জন্য পর্যাপ্ত পানি,সাবান, বিদ্যুৎ ব্যবস্থা ও নিরাপত্তার জন্য হাজিগঞ্জ থানা পুলিশের সার্বিক সহায়তা কামনা ও পৌরসভার সহযোগিতা কামনা করা হয়েছে।’

তিনি বলেন, ‘নামাজের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত রাখার বিষয়ে এরইমধ্যে তিনি পল্লীবিদ্যুৎ বিভাগ হাজীগঞ্জকে এবং পৌরসভার সংশ্লিষ্ঠদের সহায়তা প্রদানের অনুরোধ জানিয়েছেন। বয়োবৃদ্ধগণ ও কেউ অসুস্থ হলে মসজিদে না এসে নিজ নিজ বাসায় বা বাড়িতে নামাজ আদায় করার অনুরোধ করেন তিনি।’

প্রসঙ্গত, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কর্তৃপক্ষ ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের স্বার্থে প্রতিবছরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসছে।

এমআইআর/ এডিবি