ন্যাভিগেশন মেনু

চাকরির পেছনে না গিয়ে উদ্যোক্তা হওয়ার আহবান প্রধানমন্ত্রীর


‘যুব সমাজকে পেশায় দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন করে তোলার লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করতে হবে।

এজন্য এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আরও বেশি অর্থ বরাদ্দ করা হবে, যাতে করে তারা চাকরির পেছনে না গিয়ে উদ্যোক্তা হতে পারে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তেজগাঁও কার্যালয়ে (পিএমও) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ৬ষ্ঠ উপদেষ্টা কমিটির বৈঠকে একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের উপদেষ্টা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

ট্রাষ্টের প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনা বলেন, ‘চাকরির পেছনে ছুটে চলার আমাদের যে মানসিকতা সেটার পরিবর্তন করতে হবে।’

তিনি যুব সমাজকে চাকরি করার চাইতে চাকরি দেয়ার মনভাব গড়ে তোলার আহবান জানান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা পরিষদ সদস্য ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান প্রমুখ।

ওয়াই এ / এস এস