ন্যাভিগেশন মেনু

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৭০৯ জন নিয়োগ


জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তরে ১৪টি পদে ৭০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে আবেদন করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

পদের বিবরণ:

১) গাড়িচালক: ২৮০টি (ভারী)

২) মেকানিক (গ্রেড বি): ২৫টি

৩) গাড়িচালক: ১৮৬টি (হালকা)

৪) স্পিডবোট চালক: ৯৬টি

৫) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৭টি

৬) হিসাব সহকারী: ৪টি

৭) টাইমকিপার: ১টি

৮) ক্রয় সহকারী: ১টি

৯) মেকানিক: (গ্রেড ডি): ৮টি

১০) ডেসপার রাইডার:১৫টি

১১) স্টোর ম্যানিনিয়েল: ১টি

১২) ক্লিনার/হেলপার: ৫১টি

১৩) অফিস সহায়ক: ৯টি

১৪) নিরাপত্তা প্রহরী: ২৫টি

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন:

বয়স: ১ জানুয়ারি, ২০২১ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.dgt.teletalk.gov.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে ১-৮ নং পদের জন্য ১১২ টাকা, ৯-১৪ নং পদের জন্য ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১১ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

এস এ/এডিবি