ন্যাভিগেশন মেনু

জিপিএ-৫: শীর্ষে ঢাকা, সর্বনিম্ন সিলেট


পরীক্ষা ছাড়াই অবশেষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন। এবারের ফলাফলে জিপিএ-৫-এ শীর্ষস্থানে আছে ঢাকা বোর্ড এবং সর্বনিম্নে আছে সিলেট বোর্ড।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারে এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৫৬৮ জন। ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৪০ জন। যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৮৯২ জন।

এছাড়া ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ জন। সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৪২ জন। দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৮৭১ জন। রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৫৬৮ জন। চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ১৪৩ জন।

এবারে ঢাকা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ২৬ হাজার ৪১ জন, রাজশাহীতে ১ লাখ ৪৯ হাজার ৯৭৬ জন, কুমিল্লাতে ১ লাখ ২ হাজার ৪৩৪ জন, যশোরে ১ লাখ ২১ হাজার ৫২৮ জন, চট্টগ্রামে ৯৭ হাজার ৯৭৬ জন, বরিশালে ৬৮ হাজার ৯২০ জন, সিলেটে ৭৫ হাজার ৩২৩ জন, দিনাজপুরে ১ লাখ ১৮ হাজার ৭৩৫ জন, ময়সনসিংহে ৮৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থী পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করা শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

ওআ/