ন্যাভিগেশন মেনু

জিরো ফিগারে মিম


ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নিজেকে ফিট এবং আকর্ষণীয় করে তুলতে নিয়মিত জিম করছেন এই অভিনেত্রী। তবে গত ৬ মাস টানা জিমে গিয়ে ঘাম ঝরিয়েছেন এবং সবশেষে দেখা দিয়েছেন আকর্ষণীয় রূপে।

সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে  ‘জিরো ফিগার’-এর বেশকিছু ছবিও প্রকাশ করেন। যেখানে তাকে মেদহীন শরীরে দেখা যায়।

নায়িকা লিখেছেন, ‘তুমি যেটা চাও, সেটা সবসময় পাবে না। কিন্তু যেটার জন্য তুমি পরিশ্রম করবে, সেটা পাবে। শরীরের এই গঠন পাওয়ার জন্য আমি ৬ মাস কঠোর পরিশ্রম করেছি।’

ছবি দেখে বোঝাই যাচ্ছে মিম করোনা সময় লকডাউনেও নিজের শরীরকে একেবারে করে তুলেছেন স্লিম করে গড়েছেন নিজেকে। সময়ের সঠিক ব্যবহার করে ওয়ার্ক আউট করে কঠোর পরিশ্রম করেছেন তিনি। আর তা প্রমাণ দিচ্ছে অভিনেত্রীর ফোটোশ্যুট।পাশাপাশি অন্যদের বেশি উৎসাহিত করছে মিমের ফিগার। শরীর চর্চা নিয়ে এমন সচেনতার জন্য প্রশংসাও কুড়াচ্ছেন এই নায়িকা।

আকর্ষণীয় এই ফিগারের জন্য জিম সেন্টার এবং ট্রেইনারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন চিত্রনায়িকা।

এদিকে, সবশেষ মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ ও ‘দামাল’- শিরোনামের সিনেমা। বর্তমানে শুটিং করছেন দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমার।  এ সিনেমায় আইটি স্পেশালিস্ট হিসেবে দেখা যাবে মিমকে। যেখানে সাবেক এই লাক্স সুপারস্টার সঙ্গী হিসেবে পেয়েছেন সময়ের দুই প্রতিভাবান অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালকে। সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত এই সিনেমার শুটিং চলবে বলে জানান মিম। এছাড়া ‘ইত্তেফাক’ সিনেমার শুটিং চলছে।

ওআ/