ন্যাভিগেশন মেনু

জীবননগরে এতিমের মাঝে দোস্ত এইডের পোষাক বিতরণ


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদরাসার অসহায় এতিমের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৮ জুলাই) সকাল ৯টায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অর্থায়নে উপজেলার লক্ষীপুর মাদরাসা প্রাঙ্গণে এই পোষাক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ছোট বাবু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার ৫নং ওয়ার্ড কমিশনার জামাল হোসেন খোকন, সাংবাদিক আসীম সাইদ, মিঠুন মাহমুদ, দোস্ত এইড সোসাইটির জীবননগর ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ, দোস্ত এইড কর্মকর্তা ওমর ফারুক, মফিজুল ইসলাম ও রমজান আলী।

প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম ছোট বাবু বলেন, 'দোস্ত এইড সংস্থাটি জীবননগরে অনেক কাজ করে যাচ্ছে। আজকে তারা অসহায় এতিম শিশুদের মাঝে ঈদ পোষাক বিতরণ করেছে। এতে আমি খুশি। তারা যেভাবে কাজ করে যাচ্ছে; পৌর যুবলীগের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।'

এ বিষয়ে দোস্ত এইডের নির্বাহী সদস‍্য সাংবাদিক সাব্বির সামি মুহিত জানান, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলার ঈদে প্রায় দুই হাজার দরিদ‍্র ও এতিমের মাঝে ঈদের পোষাক বিতরণ করা হচ্ছে। এড়াছা দুস্থ মানুষের জন‍্য চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায় ঈদে প্রায় ২০০ গরু কোরবানি করা হবে।

এডিবি/