ন্যাভিগেশন মেনু

জীবননগরে করোনা প্রতিরোধ সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত


চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় ক্রমান্বয়ে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। পুলিশ, জেলা প্রশাসন করোনাভাইরাস প্রতিরোধে প্রতিনিয়ত প্রচারাভিযানসহ বিভিন্ন ধরণের কার্যক্রম গ্রহণ করলেও উপজেলার অধিকাংশ জনসাধারণের মধ্যে আইন লঙ্ঘনসহ সচেতনতার অভাব রয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) বেলা ১১ টা ৩০ মিনিটে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে করোনা প্রতিরোধ সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত হয়।

করোনা প্রতিরোধ সংক্রান্ত জরুরী সভায় যেসকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে-

জীবননগর উপজেলাতে করোনা বিস্তার প্রতিরোধ সংক্রান্ত ওয়ার্ড ভিত্তিক মনিটরিং কমিটি সক্রিয় করা। করোনা আক্রান্ত ব্যক্তির শতভাগ হোম আইসোলেশন নিশ্চিত করা। উপজেলা পরিষদ এবং স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে জীবননগরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা। যারা ভারত থেকে অবৈধ পথে সীমান্ত পার হয়ে আসবে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালনে বাধ্য করা। কোন ব্যক্তির মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে তাকে দ্রুত পরীক্ষার ব্যবস্থা করা। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দ সার্বক্ষণিক মাইকিংয়ের মাধ্যমে করোনা সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত রাখা। ওষুধের দোকান ছাড়া উপজেলার সমস্ত বাজারের সব দোকান সন্ধ্যা সাড়ে ৭ টার পর বন্ধ রাখা।

প্রতিদিন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট চলমান থাকবে। এছাড়া সরকারী বিধি-নিষেধ ভঙ্গ করে করোনা সংক্রমণ বিস্তারে সাহায্যকারী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক মো. জামিল হোসেন সিদ্দিক, জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, সাধারণ সম্পাদক উপধ্যক্ষ মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. তুহিন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহবুবর রহমান বাবু, জীবননগর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এস কে/ এস এ/ওআ