ন্যাভিগেশন মেনু

জীবননগরে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ


চুয়াডাঙ্গার জীবননগরে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার (২৯ জুন) বেলা ১২টায় জীবননগর কৃষি অফিস চত্বরে ৫০০ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে বীজ ও  সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহবুবর রহমান বাবু প্রমুখ।

জীবননগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রতি জনকে ২ কেজি করে উচ্চ ফলনশীল (হাইব্রিড) ধান বীজ, ২০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। তাছাড়া ২০০ জন কৃষককে ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।

এসকে/এডিবি/